আজকের ইস্তাম্বুল, পুরোনো নামে কনস্টান্টিনোপল, পাশ্চাত্য সাহিত্য ও ইতিহাসে অনুরাগ মিশ্রিত নাম। অনেক নামজাদা ইউরোপিয়ান ঐতিহাসিকেরা সাবেক বাইজান্টাইন সাম্রাজ্যের এই রাজধানী কে আদর করে দ্বিতীয় রোম নামে পরিশুদ্ধ করেন। হাজার বছরের নীল পানির এই ঐতিহাসিক নগরী বাইজান্টাইন সঙ্গে সঙ্গে অটোমানদের রাজধানীর তকমাও বহন করছে। ভূ রাজনৈতিক সহ নানান কারণে সবার চোখের মণি ইস্তাম্বুল গত দুই …