জন বোল্টন-অখ্যাতিপূর্ণ সব কর্মকাণ্ড দিয়ে গত এক বছর দুনিয়ার সাধারণ মানুষকে আতঙ্কে রেখেছেন। বোল্টনের প্রতিটি ভাষ্যেই এই বুঝি যুদ্ধ লেগে গেল অনুভব পেয়েছে সাধারণ মানুষ। দায়িত্বের প্রথম দিনেই বোল্টন স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রোমান সাম্রাজ্যের নমুনা টেনে রাখঢাক না রেখেই শান্তির জন্য যুদ্ধের অনিবার্যতার কথা বলেছিলেন। বোল্টন কথা রেখেছেন। আফগানিস্থান, সিরিয়ায় আলোচনার বিপক্ষে অবস্থান আর …